বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়।
এস,আই হুমায়ুন, সাত্তার ও এএসআই মাসুদ পারভেজসহ একদল পুলিশ খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ফেরদৌসি আক্তার নামে এক মহিলাকে গ্রেফতার করে। চেক ডিজঅনার মামলায় ওই মহিলাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৭ লক্ষ টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই রাতে বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে মৃত ইসরাইল মিয়ার ছেলে জসিম উদ্দিনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিমের ১বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লাখ টাকার অর্থদন্ড প্রদান করা হয়। আদালত কর্তৃক সাজা হওয়ার পর থেকেই দুই আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad