মখলিছ মিয়া, বানিয়াচং : বানিয়াচঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে।
১২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের অধীন বানিয়াচং গ্রামের বাগমহল্লা স্থান থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে আমীর খানী গ্রামের মোঃ সুমন মিয়া (৩০), এবং কামাল খানী গ্রামের ফয়সল মিয়া (২৫) কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোঃ সুমন মিয়া (৩০), এবং ফয়সল মিয়া (২৫) প্রত্যেককে কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা করে মোট একলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করে বানিয়াচং থানা পুলিশের একটি দল ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।
Posted ৪:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad