জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টায় রায়েরপাড়া গ্রামের কানন বালা দেব’র বাড়ীতে যাত্রাপাশা গ্রামের রফিক উল্লার পুত্র আলী মিয়া, একই গ্রামের আব্দুল আজিদ মিয়ার স্ত্রী দোলেনা বেগম, মেয়ে তানিয়া বেগম ও সোহেল মিয়ার স্ত্রী শিউলী বেগম হামলা চালায়। এসময় কানন বালা দেব’র পুত্রবধূ জুঁই রাণী দেব দেবতাগৃহে পুজারত ছিলেন।
হামলাকারীরা সেখানে ঢুকে তান্ডব চালায়। পুজারী জুঁই রানী হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাকে পিটিয়ে আহতসহ প্রতিমা ভাঙচুর ও দেবতাগৃহের সকল আসবাবপত্র তছনছ করে।
পরদিন কানন বালা দেব উল্লেখিতদের আসামী করে থানায় অভিযোগ দায়ের করলে ওসি রঞ্জন কুমার সামন্ত এসআই ফারুক আহমেদকে তদন্তের দায়িত্ব দেন।
তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহমেদ জানান, দায়িত্ব পেয়ে এলাকায় সরেজমিন তদন্ত করেছি। তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।