ষ্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে সৈয়দা সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২ টায় স্থানীয় মীর মহল্লা সৈয়দ বাড়ীতে ফাউন্ডেশনের পৃষ্টপোষক ঢাকাস্থ বানিয়াচং উপজেলা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তরুণ ব্যবসায়ী সৈয়দ মিজান উদ্দিন পলাশ বিপুল সংখ্যক শীতার্থ নারী-পুরুষ ও শিশুদের কম্বল ও ভ্যাসলিন বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ সামছুদ্দিন মাসুম। তিনি বলেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক সৈয়দ মিজান উদ্দিন শীতার্থদের শীতবস্ত্র উপহার দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসময় তিনি আরও বলেন আজ আমারা যারা বস্ত্র বিতরণ করছি আর যারা উপহার নিচ্ছি আমরা সকলই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই সমান। কেউ হয়তো অর্থনৈতিকভাবে একটু সবল আর কেউ কিছুটা দুর্বল। আসুন এই শীতে সমাজের সকল বিত্তবানরা মিজান উদ্দিনের মত শীতার্থদের পাশে দাঁড়াই।
শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ডাক্তার শফিকুর রহমান ঠাকুর, মাতাপুর মহল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুফী আহমদ, প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মখলিছ মিয়া, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, সংগীত শিল্পী একে আজাদ, ইউপি সদস্য মোবারক মিয়া, সাবেক কৃতি ফুটবলার সৈয়দ জহির ইমাম, পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক পরিচালক খাইরুল বাশার সোহেল, সাবেক ছাত্র নেতা এস এম মহিবুর রহমান, সালা উদ্দিন সালেহ, ইকবাল হোসেন নিপ্পন, সৈয়দ ফয়সাল আহমেদ আবু উমায়ের খান, মাওলানা আসাদ, মামুন হোসেন খান, জাসিদুল ইসলাম জাসু, ফরহাদ হোসেন সুমন, সামছুল এইচ লস্কর প্রমুখ।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad