বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিক্সার ধাক্কায় সোহান মিয়া (১৪) নামে এক ছাত্র নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সাদতপুর বাজার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত সোহান উপজেলার উজিরপুর গ্রামের মজিদ মিয়া পুত্র এবং স্থানীয় সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত রুমন মিয়া (১২) একই গ্রামের তুহিন মিয়ার পুত্র ও একই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত সোহান ও আহত রুমন বাইসাইকেলযোগে সাদতপুর বাজারে থেকে বাড়ি ফেরার পথে সাদতপুর মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তাদের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহান মিয়া ও রুমন মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহান মিয়াকে মৃত ঘোষনা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত, বিষয়টি নিশ্চিত করেছেন ।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad