মখলিছ মিয়া ॥ “সাইক্লিং করুন, নিজে বাচুন, বিশ্বকে বাচান, এই শ্লোগানকে ধারন করে বানিয়াচং উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় সাইক্লিং ক্লাবের যাত্রা শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সাইক্লিং ক্লাবের উদ্ভোধনী হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিশ্রমী শরীর সুস্থ শরীর। পরিশ্রম করলে দেহ-মন ভালো থাকবে। আমি নিজে সাইকেল চালাই। আমার অনেক অফিসারগন সাইকেল চালান। আমার আহবান রইল আমরা সকলেই সুস্থ থাকার জন্য সাইকেল চালাবো।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, পিআইও মলয় কুমার দাশ, এডঃ মুর্শেদুজ্জামান লুকু, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মানবজমিন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া, এডঃ আসাদুজ্জামান খান তুহিন প্রমূখ।
পরে জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলা পরিষদ ভবনে কুঞ্জ কানন নামে ছাদ বাগান এবং অনলাইন ক্লাশের ষ্টুডিও উদ্বোধন করেন। সব শেষ তিনি ভিক্ষুক মুক্ত বানিয়াচং গড়ার লক্ষ্যে নতুন কর্মসংস্থানের জন্য উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২জন ভিক্ষুককে ২টি ভ্রাম্যমান ঢং দোকান হস্থান্তর করেন।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad