হবিগঞ্জের বানিয়াচংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১এ কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করায় নাদিম আনজুমান খান ও সুইটি রাণী গোপ নামে দুই মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ডাঃ ইলিয়াছ একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌধুরীপাড়ার কৃতি সন্তান উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহিবুর রহমানের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
আবু হাশেম রাফে’র সঞ্চালনায় ও ডাঃ ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ হেমায়েত আলী খান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মোঃ রেখাছ মিয়া।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক অবনিশ কান্তি ভট্টাচার্য্য, আওয়ামীলীগ নেতা স্মৃতি চ্যাটার্জী কাজল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র রায়, বিশ্ব বিদ্যালয় ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মেহেদুল মিয়া, মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী নাদিম আনজুমান খান ও সুইটি রানী গোপ। পরে কৃতি দুই শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন প্রধান অতিথি ইকবাল হোসেন খানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জুলাই ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad