মখলিছ মিয়া,বানিয়াচং(হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জ এর বানিয়াচংয়ে নদীতে বিষ ঢেলে মাছ নিধনের দায়ে ১জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে বানিয়াচংয়ের শুটকী নদীতে বিষ ঢেলে মাছ নিধন করা হচ্ছে এ মর্মে সরকারী সেবা নাম্বার ৩৩৩ -এ ফোন করে অভিযোগ করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার’ কে জানালে তাৎক্ষনিক বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনা স্থলে শুটকী নদীতে অভিযান চালিয়ে বিষ ঢেলে মাছ নিধনের অপরাধে কালিদাস টেকা গ্রামের সাইফুল রহমান এর ছেলে রুহুল আমীন (২৪) কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের মাধ্যমে আটক রুহুল আমীন কে ১০ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার।
ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুল ছালামসহ একদল পুলিশ।
Posted ৮:১১ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad