মখলিছ মিয়া,বানিয়াচং(হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের বানিয়াচঙ্গে নকল সরবরাহের দায়ে ১ বহিরাগতকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় নকল সরবরাহের অভিযোগে আজমিরীগঞ্জ উপজেলার মাহতাবপুর গ্রামের এনামুল হক চৌধুরীর ছেলে আকরাম হোসেন (২০) কে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার।
একই দিন গণিত পরীক্ষা চলাকালে নকল করার দায়ে সিনিয়র আলীয়া মাদ্রাসার ছাত্র মোঃ সাকের হোসেন কে বহিস্কার করা হয় এবং দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক দূর্গাপুর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল কাউয়ুমকে কক্ষ পরিদর্শক থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad