মখলিছ মিয়া, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আঞ্চলিক মহা সড়ক সংলগ্ন বগীর রাস্তার পাশে একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৬টায় বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশটি জাতুকর্নপাড়া (চান্দের মহল্লা) গ্রামের গাজীউর রহমান এর ছেলে ইমরান হোসেন (২৮)।
এলাকাবাসী জানান, গত শনিবার বিকাল থেকে ইমরান হোসেন কে তার পরিবারের লোকজন খোজে পাচ্ছিল না। রোববার বিকালে বগী রাস্তার পাশের ডোবায় একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত ইমরান হোসেন একজন মাদকসেবী ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার ঘোরে পানিতে ডুবে সে মারা গেছে। তার বাড়ী থেকে নেশা জাতীয় দ্রব্যও পুলিশ আলামত হিসেবে উদ্ধার করেছে বলেও তিনি জানান। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ সেলিম।
Posted ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad