বুধবার ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বাঁধের পিআইসি সহ বিভিন্ন খাত নিয়ে উপজেলা চেয়ারম্যানদের অভিযোগ 

সোমবার, ১৮ জানুয়ারি ২০২১     199 ভিউ
বাঁধের পিআইসি সহ বিভিন্ন খাত নিয়ে উপজেলা চেয়ারম্যানদের অভিযোগ 

পি সি দাশ পীযূষ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের সকল উপজেলায়  হাওররক্ষা বাঁধের পিআইসি গঠনে অনিয়ম হচ্ছে, করোনাকালে সরকারের বিশেষ বরাদ্দের টাকারও কোন হিসাব নেই। উপজেলা পরিষদের রাজস্ব জমা-বিভাজন ব্যয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুমোদনক্রমে হয় না। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এসব অনিয়ম এবং নিয়ম বহির্ভূত কার্যক্রম বন্ধ করতে হবে। এ ব্যাপারে রাস্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলনে এমন দাবি জানান সংগঠনের দায়িত্বশীলরা। সংবাদ সম্মেলনে সংগঠনের ৫ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার সবকয়টি বড় হাওরে হাওররক্ষা বাঁধের কাজের জন্য পিআইসি গঠনে অনিয়মের সংবাদ গণমাধ্যমে ছাপা হচ্ছে। তাতে আমরা বিব্রত হই, কিন্তু আমরা এর কিছুই জানি না। পিআইসি গঠনের ক্ষেত্রে আমাদের সম্পৃক্ত করা হচ্ছে না। বাঁধে কোন অনিয়ম হলে আমরা এর দায় বহন করবো না। প্রতিবছরই দেখা যায়, বাঁধের টাকা ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকে, এবারও তাই হচ্ছে।

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, করোনাকালে সরকারের দেওয়া বিশেষ সহায়তার টাকার কোন হিসাব আমরা জানি না। আমাদেরকে উপহাস করার মতো কিছু মাস্ক বিতরণের জন্য তুলে দেওয়া হয়েছিল।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন রবিবার সারাদেশেই হচ্ছে।

সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল এসোসিয়েশনের ৫ দফা দাবি তুলে ধরে বলেন, উপজেলা পরিষদের নিকট আইনের তৃতীয় তফসিল অনুযায়ী হস্তান্তরিত ১৭ টি বিভাগের কার্যক্রম উপজেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হতে হবে। মন্ত্রণালয় কর্তৃক সংবিধান ও আইন বহির্ভূত ইনডেমনিটির ন্যায় জারীকৃত পরিপত্রসমূহ অবিলম্বে সংশোধন করতে হবে। সকল আনুষ্ঠানিকতায় আইন বহির্ভূতভাবে উপজেলা প্রশাসন ব্যবহার না করে, উপজেলা পরিষদ ব্যবহার কার্যকর করার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নের জন্য আগামী ২৭ জানুয়ারি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুর রহিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ্জদ আলী খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিলি বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com