কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের তেলিখালে ’সাদা পাথর’ পরিবহনের ধাক্কায় ১ জন পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চাঁন মিয়া (৭০)। তিনি তেলিখাল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
জানা যায়, রোববার সকাল ১১ টায় চাঁন মিয়া বাড়ি থেকে গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। মহাসড়কে উঠার পর তিনি রাস্তার বাম দিক দিয়ে হেটে যাচ্ছিলেন, এমন সময় সাদা পাথর পরিবহ (সিলেট মেট্রো-জ ১১-০০৩৩) সিলেট গামী বাস এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, সিলেট থেকে সাদা পাথর নামের টুরিস্ট বাস কোম্পানীগঞ্জের সাদা পাথরে প্রতিদিন যাওয়া আসা করে। স¤প্রতি এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের কিছু দিনের মধ্যেই এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু জানান, ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। এবং ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Posted ১২:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad