মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে জুনাক আহমেদ ও মহিবুর রহমান মানিক নামের দুইটি ব্যক্তিগত ফেইসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চৌদ্দ গোষ্ঠি তুলে গালাগাল করে। অকথ্য ভাষায় উভয়জন তাদের আইডিতে পোষ্ট করেন । ওই পোস্টে জুনাক ও মহিবুর রহমান মানিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ কে নিয়ে কটুক্তি, হুমকি, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্থব্য্য করেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি সক্রিয় দুই কর্মী জুনাক আহমেদ ও মহিবুর রহমান মানিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামীলীগ কে নিয়ে ফেইসবুকে অশ্লীল আর কুটুক্তি মন্থব্যে করার পর তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। যা উস্কানিমূলক এবং সরকারের ভাবমূর্তী চরমভাবে ক্ষুন্ন হয়েছে।
এ ঘটনায় সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মঈন উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকালে জুনাক ও মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞজনের সাথে এ বিষয়ে আলাপ কালে জানান, আমাদের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মানুষজন জাতির জনকের প্রতি যে সম্মান তা তূলনামূলক অন্য উপজেলার মানুষের চেয়ে খুব বেশী। আমাদের দক্ষিণ সুনামগঞ্জে এই রকম কোন যুবক আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করবে তা আমাদের জন্য অত্যন্ত লজ্জা জনক। আমরা অত্র উপজেলার প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি, উনারা যতই প্রভাবশালী হোক এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য।