“বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছিন্ন। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না।” বুধবার (২১ আগস্ট) বিকেল ৫টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষিবিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব একথা বলেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে সকলকে একাত্ম হয়ে কাজ করার আহবানও জানান তিনি। প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ্ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, পরিচালনা কমিটির সদস্য শেখ কামরুজ্জামান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কও প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধারাবহর একমাইল জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad