সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার গাজীপুর গ্রামের সদর মিয়ার স্ত্রী রুশনি বেগম (৩৫)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ সেতুর কাছে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সা (সিএনজি) ওই নারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই নারী । স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাদতন্ত ছাড়া লাশ দাফন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ঘাতক অটোরিক্সাকে
আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে।