হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি (শনিবার) সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু। বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ ও সাধারণ সম্পাদক এম.ফারহান সাদিক।
উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সদস্য বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেহরাব হোসেন জুনেল, নাহিদ সুলতান পাশা, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, তোফায়েল আহমদ ইমন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী বাবেল, ছাত্রলীগ নেতা সাহাদাৎ খান বাবু, সাইদুল ইসলাম ও প্রেস ক্লাবের সদস্য রুমেল আলী প্রমুখ।
ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্যে বলেন, পুনর্মিলনী উপলক্ষে সাবেক ও বর্তমান নেতাকর্মীদের লেখা সংকলন ‘তারুণ্যের ঠিকানা’ প্রকাশ করা হয়েছে। সেই সংকলনে সাবেক নেতাকর্মীরা তাদের রাজনৈতিক ইতিহাস লেখেছেন, তা থেকে বর্তমান নেতাকর্মীরা ছাত্রলীগের অতীত ইতিহাস জানতে পারবেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা পুনর্মিলনী সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।