ফেঞ্চুগঞ্জে প্রামান্যচিত্র প্রদর্শন, বঙ্গঁবন্ধু ও মুক্তিযুদ্ধের বীরত্ত্বগাথাঁ পাঠ, আলোচনা সভা, শোকর্যালী ও দোয়া মাহফিলের মাধ্যমে বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মো: নুরুল ইসলাম। অনুষ্টানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ ইউএনও মো: জসীম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন, ১নং ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী মো: বদরুদ্দোজা, ২নং মাইজগাও ইউপি চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরী, ৫নং উত্তর ফেঞ্জুগঞ্জ ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, ৪নং উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, আওয়ামীলীগ নেতা আলতাউর রহমান রুনু, ফয়জুল ইসলাম মানিক, আব্দুল বাছিত টুটুল, মুহিব উদ্দিন বাদল, মঈন উদ্দিন আহমদ। সকালে কালো ব্যাজ ধারণ করে এক বর্ণাঢ্য শোকর্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহন করেন আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী , উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী, সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad