দুর্ঘটনা কবলিত রেল। ছবি- সিলেটের জনপদ
ফেঞ্চুগঞ্জে আন্তনগর উপবন ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত ১১ টায় মাইজগাও রেলস্টেশনে প্রবেশ মুখে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া রাত সাড়ে ১০ টার আন্তনগর উপবন ট্রেন মাইজগাও স্টেশন প্রবেশ করার সময় পেছনের একটি বগির ৪ টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। গতি স্লো থাকায় মুহুর্তেই চালক ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা কিংবা হতাহতের কবল থেকে রক্ষা পান ট্রেনের হাজারো যাত্রী।
মাইজগাও স্টেশন মাস্টার চন্দ্র বিনোদ সিংহ সামন্ত জানান, ট্রেনটি উদ্ধারের চেস্টা চলছে। ইতিমধ্যে উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। সহসা উদ্ধার করা না গেলে দুর্ঘটনা কবলিত বগি রেখেই উপবন ট্রেনটি ঢাকার উদ্যোশে ছেড়ে দেয়া হবে। এই ঘটনায় মেইল ট্রেন আটকা পড়েছে ফেঞ্চুগঞ্জ স্টেশনে। অনির্ধারিত যাত্রাবিরতির কবলে পড়ায় দুটি ট্রেনের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।
মাইজগাও এলাকার বাসিন্দা নুরুল ইসলাম হারুন জানান, উল্লেখিত স্থানে রেলওেয়ের নাট বলটু খোলা ছিল দীর্ঘদিন থেকে। এ ব্যাপারে স্টেশন মাস্টারকে অবগত করা হলেও কোনো উদ্যোগ না নেয়ায় ট্রেন দুর্ঘটনায় পতিত হয়েছে।
Posted ১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad