মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশিষ্ট নাগরিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এক ইমামকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম ১৪ নং মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সমর আলী ফকির এর ছেলে সিকান্দর হোসেন আকবরী (২৬)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমাম সিকান্দর হোসেন আকবরী তার ফেইসবুক ওয়ালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাসিম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামীলীগ নিয়ে অশালীন ভাষায় ফেইসবুকে স্ট্যাটার্স দেন। বিষয়টি নিয়ে অনেকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে এ বিষয়টি মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরীফ উদ্দিন তালুকদার এর দৃষ্টিগোচর হলে তিনি নিজ উদ্যোগে সিকান্দর হোসেন আকবরীকে আসামী করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়ের এর পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীর অন্য কোন দূরবিসন্ধি আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য, সিকান্দর হোসেন আকবরী বি.বাড়ীয়ার সরাইল এর করাতকান্দি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেফতার এর পূর্বে তিনি নিজ বাড়ীতে অবস্থান করছিলেন।
Posted ১১:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad