আল মামুন, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : প্রেমের নামে প্রতারণা বিয়ে করে ধর্ষণ করার অপরাধে জকিগঞ্জে জেলে যেতে হয়েছে এক যুবককে। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মুক্তারপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে সজিব আহমদ (২২)।
জকিগঞ্জ থানার ওসি মীর মো: আব্দুন নাসের জানান, আটগ্রামের আশ্রয়ণ কেন্দ্রের মৃত আব্দুস শহীদের স্ত্রী রুপিয়া বেগমের ষোড়শী কন্যা মারজানা বেগম ৮ আগস্ট সন্ধ্যায় নিখোঁজ হওয়া সংক্রান্ত ডায়রী করান থানায়। উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টায় ভিকটিমকে উদ্ধার করে অভিযুক্তকে সিলেটের কদমতলী এলাকা থেকে আটক করেন এসআই শাহীন । অপহরণ ও ধর্ষনে সহযোগিতার অভিযোগে জকিগঞ্জের বিলপাড় গ্রামের মৃত সুরত মিয়ার ছেলে সাজ্জাদ মিয়াকেও পুলিশ আটক করে।
নির্যাতিতা মারজানা বেগম জানান, তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বিবাদী সজীব আহমদের সহযোগিতায় অপহরণ করে অপর বিবাদী সাজ্জাদ মিয়ার ফুফু রুকিয়া বেগমের বাসায় নিয়ে বিবাদী সাজ্জাদ মিয়া তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
আসামীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিততে অপরাধের কথা স্বীকার করেছে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad