সিলেট জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে হলিসিটি এডুকেশন ট্রাস্ট গোলাপগঞ্জ পরিচালিত প্রজ্ঞা মেধা মূল্যায়ন প্রতিযোগিতা চুড়ান্ত বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার হলিসিটি এডুকেশন ট্রাস্ট কার্যালয়ে ট্রাস্টের চেয়ারম্যান অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করেন ট্রাস্টের সেক্রেটারী ও প্রজ্ঞা মেধামূল্যায়ন প্রতিযোগিতা ২০১৮ সালের পরীক্ষা নিয়ন্ত্রক সাবিনা বেগম। অষ্টম শ্রেণির চুড়ান্ত ধাপে বিজয়ীরা হলো সরকারী এম. সি. (মোহাম্মদ চৌধুরী) একাডেমী’র দিব্যেন্দু দাস দীপ (প্রথম), তাসফিয়া কাদের রিফাত (দ্বিতীয়), নিশাত তাসনিয়া নওশিন (তৃতীয়), ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র নিলয় দেবনাথ (চতুর্থ)। পঞ্চম শ্রেণির চুড়ান্ত ধাপে বিজয়ীরা হলো ধারাবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াস দেবনাথ (প্রথম), ভাদেশ্বর সৈয়দ ইফতেখার আলী শিশু বিদ্যালয়ের প্রাপ্তি দাস (দ্বিতীয়) ও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের নওশীন কাইয়ূম (তৃতীয়)। বিজয়ী শিক্ষার্থীরা হলিসিটি এডুকেশন ট্রাস্টের অর্থায়নে আগামী ২৫ ডিসেম্বর ২০১৯খ্রিঃ শিক্ষা সফরে বিদেশ (ভারত) ভ্রমন করবে।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad