আলম সাব্বির, তাহিরপুর (সুনামগঞ্জ) : হাওরে ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ পরিদর্শন শেষে তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে এক জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, যারা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম করবে তাদের কিছুতেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী হাওরের বিষয়ে আন্তরিক। তিনি সব সময় হাওরের মানুষের খোঁজ খবর রাখেন।
শনিবার বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুলেমানপুর বাজারে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রকল্প কাজ ভালভাবে না করলে এক টাকাও বিল পাবেন না। বাঁধ নির্মাণকাজে অনিয়ম হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্যা শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা প্রশাশক আব্দুল আহাদ,পুলিশ সুপার মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সবিবুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, রনি খান, সানি প্রমূখ।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad