মখলিছ মিয়া : হবিগঞ্জ প্রেস ক্লাবে পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ) এর তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুণ, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।
৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুণ এবং পিআইবি’র প্রধান প্রশিক্ষক (চ.দা.) মোহাম্মদ আব্দুল মান্নান।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার।
Posted ১০:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad