সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা বাজারে এক মানসিক প্রতিবন্ধী জন্ম দিয়েছে ছেলে সন্তান, জানা যায় ১১ নভেম্বর সোমবার ভোর ৫ টার দিকে খুলা আকাশের নীচে গোরস্তানের পাশে পাগলীর ডেলিভারি হয়েছে।
এসময় পথযাত্রী প্রায় ৩০/৩৫ জনের ভীড় লেগে যায়, তারা পাগলীকে মূমর্ষ অবস্থায় দেখতে পান, একপর্যায়ে উপস্থিত জনতা ২০০ গজ দুরে মধ্যনগর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে খবর দিলে পরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনা আক্তার ঘটনাস্হলে এসে দ্রুত চিকিৎসা প্রদান করেন। এবং অসম্পূর্ণ ডেলিভারি সম্পর্ণ করতে সক্ষম হন, বাচ্চার মাথায় কনা পাথরের আঘাতে কিছুটা ক্ষত হয়েছে বলে জানান হাসনা আক্তার।
পরে সকাল ৮ টায় বাচ্চাকে পরিদর্শিকা হাসনা আক্তার ধর্মপাশা উপজেলা হাসপাতালে ডাঃ মিজানুর রহমান রনি’ র’ কাছে হস্তান্তর করেন। স্থানীয়রা জানান- পাগলী মেয়েটি প্রায় তিন চার মাস আগে মধ্যনগর বাজারে এসেছিল, গর্ভবতী দেখে অনেকেই খাবার যোগান দিতো, সহায়তা করতো।
পিতৃহীন নবজাতকের লালন পালনের দায়িত্ব নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন, বাচ্চা দত্তক নিতে হাসনা আক্তারের কাছে প্রস্তাবও এসেছে।
Posted ১১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad