কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জের উন্নয়নের রুপকার হাওর রত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির রোগমুক্তি কামনায় করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় গনিগঞ্জ বাজারে আকবর আলীর সৌজন্যে পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের পরিচালনা মিলাদ ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির একান্ত রাজনৈতিক সহাকারী হাসনাত হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, পল্লী চিকিৎসহ নজরুল ইসলাম, আকবর আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা মাসুক পারভেজ, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক আলী আকবর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমাদ উদ্দিন, নুনু মিয়া, আমির আলী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা নাইম আহমদ সানসহ এলাকার আপামর জনসাধারণ। আলোচনা সভায় পরবর্তীতে পরিকল্পনামন্ত্রীর রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম।