কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের পক্ষ থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা দশ হাজার সার্জিকেল মাস্ক,দশ হাজার হাতের গ্লাভসও দশ হাজার পিছ সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার মেডিকেল বিভাগ বিভিন্ন হাসপাতাল,কমিউনিটি ক্লিনিকে ৬ শত পিছ করে সার্জিকেল মাস্ক, হাতের গ্লাভস, সাবান বিতরণের মাধ্যমে উক্ত বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নহার শাম্মী।
এ সময় পরিকল্পনামন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন তিনির একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ,জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, ইউএনও অফিসনের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
Posted ১০:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad