অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র প্রচেষ্টায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উপর বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বহরগ্রাম-শিকপুর সেতু। নুরুল ইসলাম নাহিদ এমপির নির্দেশনায় সেতু বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকালে পরিদর্শনে আসেন সিলেটের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ ও গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবা উদ্দিন, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক এমদাদ রহমান, আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন বাবলু, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম আসকির, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বেলাল উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল আহমদ জয়, সামাদুল হক অপু, বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারণ সম্পাদক তুলন আহমদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এ সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় আড়াইশো কোটি টাকা। সকল পরিক্ষা নিরীক্ষা শেষে খুব শীঘ্রই সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।
স্থানীয় সাংবাদিকদের সাথে কথা হলে নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী ৷ বিগত সময় গোলাপগঞ্জ বিয়ানীবাজারসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় কুশিয়ারাপারের মানুষের যাতায়াত সহজতর করতে বহুল প্রত্যাশিত বহরগ্রাম-শিকপুর সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজার আরও একধাপ এগিয়ে যাবে বলে তিনি জানান।