মখলিছ মিয়া ।। হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যার্তদের সাথে নিয়ে ঈদ উদযাপন করলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। শনিবার দুপুর থেকে বানিয়াচং সদরের বেশ কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন । এসময় তিনি আশ্রয় কেন্দ্রে আসা পরিবার পরিজনদের খোঁজ খবর নেন। বন্যার্তরা যেন ঈদের দিন ভাল খাবার খেতে পারে এজন্য নিজস্ব অর্থায়নে তাদের কে মাংস উপহার দেন ইউএনও মাসুদ রানা। প্রায় একশ বানভাসি পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বেশ কিছু দুস্থ ও অসহায় মানুষের মাঝে পোলাও’র চাল, সেমাই, চিনি, তেল ও সাবান বিতরণ করা হয় । রাস্তার পাশে বসবাসকারী বিভিন্ন পেশার সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের পুষ্ঠি চাহিদা পূরনে গুড়া দুধ প্রদান করেন। ঈদ উপলক্ষে ছিন্নমূল পথ শিশুদের মুখে হাসি ফুটাতে ইউএনও মোঃ মাসুদ রানার নিজস্ব অর্থায়নে ৭০ জন শিশুকে শুভেচ্ছা উপহার হিসেবে নতুন খেলনা প্রদান করেন।
বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষদের উদ্দেশ্যে ইউএনও মোঃ মাসুদ রানা বলেন, আপনারা নিজেদের অসহায় মনে করবেন না, সরকারের প্রতিনিধি হিসেবে আমি সার্বক্ষণিক আপনাদের পাশে আছি, যে কোন সমস্যায় আপনারা স্থানীয় চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের প্রতি বিশেষ নজর রাখতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানদের বলে দেয়া হয়েছে। এসকল অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান ইউএনও মোঃ মাসুদ রানা। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে অসহায় হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াই।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad