মোঃ কাওছার ইকবাল : মৌলভীবাজারের কৃতি সন্তান নিউইয়র্ক প্রবাসী লেখক, কমিউনিটি অ্যকটিভিস্ট, দি অপটিমিস্টস্-এর অন্যতম প্রতিষ্ঠাতা মিনহাজ আহমেদ সাম্মু, ১ সেপ্টেম্বর থেকে ক্যান্সার রিসার্চ ফান্ড-এর আহ্বানে ‘গ্রেট সাইকেল চ্যালেঞ্জ’-এ যুক্ত হলেন। শিশুদের ক্যান্সার প্রতিরোধমূলক ভ্যাকসিন তৈরির গবেষনার কাজে তহবিল সংগ্রহের সংকল্পে ব্রতী হয়েই তিনি সাইকেল চালনা শুরু করলেন। ১ সেপ্টেম্বর ২০২০ থেকে শুরু করে ১ সপ্তাহে তিনি প্রায় ৪০ মাইল সাইকেল চালালেন। তিনি প্রতি দিন আনুমানিক ২ ঘন্টা করে সাইকেল চালান।
তিনি বলেন, ক্যান্সারকে পরাভূত করেছেন এমন মানুষের সংখ্যা খুব কম। ক্যান্সারের হাতে প্রিয়জন হারানোর ব্যথা নেই, এমন মানুষও খুব কম। তবে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর পৃথিবীব্যাপী অসংখ্য মানুষের মৃত্যু হয়। ক্যান্সারে শিশুমৃত্যুর ঘটনা সবারই অন্তর স্পর্শ করে। পরিসংখ্যান থেকে জানা যায় যে, যুক্তরাষ্ট্রে ক্যান্সারে সপ্তাহে ৩৮টি শিশুর মৃত্যু হয়। ক্যান্সারের কারণেই এ দেশে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু হয়। ক্যান্সারের চিকিৎসা যেমন ব্যয়বহুল, তেমনি এর গবেষণাও ব্যয়বহুল। তবুও মানুষ হাত গুটিয়ে বসে নেই। ক্যান্সার রিসার্চ ফান্ড-এর আহ্বানে এই ‘গ্রেট সাইকেল চ্যালেঞ্জ’-এ আমার মতো আরও ১২৭,৬০৫ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন এবং এ পর্যন্ত ৭৮৫৬৮১১ ডলার(৬৬৭৮২৮৯৩৫ টাকা) সংগ্রহ হয়েছে।মিনহাজ আহমেদ যে উদ্যোগটি নিয়েছেন, এতে অনেকেই অনূদান প্রদানে উৎসাহ দেখিয়েছেন। ইতোমধ্যে কয়েকজন কিছু অনুদান দিয়েছেন, অনেকে হাতে হাতে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ থেকেও স্বতোপ্রণোদিত হয়ে অনেকে অনূদান দিচ্ছেন এবং দিতে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন।
মিনহাজ বলেন, আমার ক্ষুদ্র প্রয়াসে যারা অনূদান দিয়েছেন এবং অনূদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বা দিবেন তাদের সবার প্রতি আমার নিজের পক্ষ থেকে, এবং ক্যান্সারের কারণে মৃত্যুঝৃঁকিতে থাকা সকল শিশু ও তাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনূদান দিতে আগ্রহী হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে নিচের লিংকযুক্ত ওয়েবসাইট দেখতে কিংবা ফেসবুক মেসেঞ্জারে, ইমেইলে, অথবা ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্মরণ রাখবেন, যে কোনো পরিমাণ অর্থই সমানভাবে সমাদৃত হবে। আমি আশাবাদী, সবার অংশগ্রহণে দূরারোগ্য ক্যান্সার একদিন মানুষের কাছে পরাজিত হবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে ক্যান্সারে সপ্তাহে ৩৮টি শিশুর মৃত্যু হয়, অসুখের কারণে শিশুমৃত্যুর এ সংখ্যা সর্বোচ্চ। ক্যান্সারে শিশুমৃত্যু রোধে গবেষণার জন্য তহবিল সংগ্রহ করতে আমি সেপ্টেম্বর মাসে দু’শ মাইল সাইকেল চালাবার সিদ্ধান্ত নিয়েছি। আমার এ চ্যালেঞ্জের সমর্থনে অনুগ্রহ করে নিচে দেওয়া লিংক-এ গিয়ে অর্থ সহায়তা দিন! কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার এই উদ্যোগের স্পন্সর হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।https://greatcyclechallenge.com/Riders/minhazAhmed?utm_source=sms&fbclid=IwAR3pQ2gH69ZIE7Dt3qq9YrT6-Kl6cRBGXfTe2jwOXoDc9ia7dzBL8UU26wY
Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad