নারী শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে কুলাউড়া উপজেলা চৌমুহনায় মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
ইন্ডিজিনাস পিপলস্ ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহায়তায় মানববন্ধনে কুলাউড়া আদিবাসী নারী উন্নয়ন ফোরামসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মিডিয়া পার্সন, বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ, নারী নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে সঞ্চালনা করেন লিটন । কুলাউড়া আদিবাসী নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মনিকা খংলার সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন আইপিডিএস’র প্রকল্প সমন্বয়কারী অরিজেন খংলা। অন্যান্যের মধ্যে সংহতি বক্তব্য দেন হোসেন মনসুর, প্রকাশ চন্দ্র সরকার ও সাধন জাদব প্রমুখ।
Posted ৬:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad