বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আসামীরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে

নবীগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫ ॥ পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রতিনিধি :   শনিবার, ০৩ আগস্ট ২০১৯     284 ভিউ
নবীগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫ ॥ পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

নবীগঞ্জের পল্লীতে রাতের আঁধারে ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন নবীগঞ্জ থানার এস আই ও কনষ্টেবলসহ ৫ জন পুলিশ। পুলিশের এমন অভিযোগ উঠেছে আসামীর স্বজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন, নবীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম, এসআই নাজমুল ইসলাম , এএসআই রুহুল আমীন, কনষ্টেবল সজিব আলী, নজমুল ইসলাম। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত আড়াই টার দিকে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই গ্রামে হাওরে অবস্থিত খালিক মিয়ার বাড়ীতে আব্দুল আলিমসহ ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী আছে এমন তথ্য পেয়ে থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই ঘরে আব্দুল আলীমসহ ৩জন আসামী রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়ে ঘরের চতুরদিক ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশ ঘরে প্রবেশের প্রস্তুতি নিলে বেশ কয়েকজন মহিলাসহ বাড়ীর লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এতে আশপাশের লোকজন লাটিসোঠা নিয়ে এসে পুলিশের উপর হামলা করে। এই সুযোগে ঘরে থাকা আসামীরা পালিয়ে যায়। এ সময় উপরোল্লিখিত পুলিশ সদস্য আহত হন। পরে রাত প্রায় ৩ টার দিকে তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে ওই গ্রামে ঝটিকা অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ও হামলাকারীরা আত্মগোপন করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পাঞ্জারাই গ্রামের খালিক মিয়ার বাড়িতে ৩ ভাই ওয়ারেন্টভুক্ত আসামী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাদেরকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। একপর্যায়ে বাড়ির লোকজন পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com