শুক্রবার ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নবীগঞ্জের পৌর এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি , ৫ লক্ষ টাকাসহ বিয়ের স্বর্ণালংকার লুট

সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯     326 ভিউ
নবীগঞ্জের পৌর এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি , ৫ লক্ষ টাকাসহ বিয়ের স্বর্ণালংকার লুট

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ পৌর এলাকার অভয়নগর এলাকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। যদিও ডাকাতির ঘটনা রহস্যে ঘেরা বলে মনে করছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকায় অভয়নগরের বিসমিল্লাহ কটেজে রাবেল চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে ।
ঘরের গৃহকর্তা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত অনুমানিক রাত ৩টার দিকে নবীগঞ্জ পৌর এলাকায় অভয়নগরের বিসমিল্লাহ কটেজের ভাড়াটিয়া আব্দুল আউয়াল চৌধুরীর পুত্র রাবেল চৌধুরীর বাসায় জানালার গ্রীল কেটে ৭-৮ জনের মুখোশধারী একদল ডাকাত বাসায় প্রবেশ করে। পরে ডাকাতদল পরিবারে লোকজনকে দেশীয় দাড়ালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে লুটপাট চালায় । এসময় রাবেল চৌধুরীর বড় ভাই এডভোকেট রাসেল চৌধুরী ১৭ জানুয়ারি বিয়েকে সামনে রেখে ঘরের আলমারিতে রাখা প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বাসায় অবস্থানকালীন সময় ডাকাতদল ঘরে থাকা গরুর মাংসের তরকারী ও রুটি খেয়ে প্রায় ২ঘন্টা পর ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

রবিবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি,ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে,অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে, অভিযোগ দিলে অধিকতর তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com