নবীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী বড়ভাইকে পানি থেকে উদ্ধার করতে লাশ হলেন রাহান (৭) নামের এক শিশু। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টায় ওই উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে- ওই গ্রামের মোঃ আজমান উল্লার পুত্র প্রতিবন্ধী শিশু শাহান (১১) বিকেল ৫টায় বাড়ির গভীর পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে বাঁচাতে ছোট ভাই রাহান (৭) পানিতে ঝাপঁ দিয়ে পড়ে সাঁতার কেটে উঠতে না পাড়ায় দুই ভাই পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় দুই ভাইকে পেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোঘনা করেন। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে ওই দিন দুপুরে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বেরাডন্দম গ্রামের সমেরন্ড বৈঞ্চব এর পুত্র সুপ্ত বৈঞ্চব (৯) নবীগঞ্জ উপজেলার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে।
Posted ১০:৪২ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad