ফাইল ছবি
নগরীর মহাজনপট্টি এলাকায় আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে মহাজন পট্টির খাজা টাওয়াের পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ১০টি দোকান কোটা পুড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম গঠনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি। পুড়ে যাওয়া দোকানগুলো ক্রোকারিজ সামগ্রীর গুদাম ঘর বলে জানা গেছে।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। বাকিটা তদন্ত করে বোঝা যাবে’ বলছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
মহাজন পট্টির এই ঘিঞ্জি এলাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিল এন্ড সিভিল ডিফেন্স বিভাগ সিলেট বলছে, ‘অগ্নিকান্ডের জন্য নগরীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মহাজনপট্টি।’
আগুনের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad