সুমন আহমেদ বিজয়, লাখাই: ধর্ষণের চেষ্টার অভিযোগে এক আসামী কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বেঞ্চ সহকারী(পেশকার) মোঃ ফজলু মিয়া জানান, আসামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্ধাতীতভাবে প্রমাণ করায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী আসামী কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী সাহেদ মিয়া হবিগঞ্জ সদর থানার ৬নং রাজিউড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। নারী ও শিশু ৩২/১৮ মামলা টি গতকাল বৃহস্পতিবার রায়ের জন্য ধার্য ছিল। বিজ্ঞ বিচারক আসামীদের উপস্হিতিতে রায় ঘোষণার করেন।রায় ঘোষনা শুনে আসামী সাহেদ মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করার জন্য স্পেশাল পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম কে সহযোগিতা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ স্পেশাল এপিপি এডভোকেট আসাদুজ্জামান চৌধুরী। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নরেশ চন্দ্র পাল।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারী ২০১৪ সালে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোছাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে সাহেদ মিয়া কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি দরখাস্ত মামলা দায়ের করেন।