সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা আজহারুল ইসলাম পিকে দিদার, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. তাজউদ্দিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।