সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে মুক্তিযুদ্ধ জাদুঘর পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
এলজিএসপি- ৩ এর অর্থায়নে মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে স্থাপিত এই মুক্তিযোদ্ধা জাদুঘর উদ্বোধন করেন, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার ।
উদ্বোধনের পর অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, ইউনিয়ন পরিষদ সচিব এ কে এম রহুল আমীন, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের সাবেক পরিচালনা কমিটির সদস্য মাহবুব আলম মঞ্জু, প্রকল্প সভাপতি বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।
অপরদিকে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজে মুক্তিযোদ্ধ জাদুঘর ও পাঠাগার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ২ ঘটিকার সময় এলজিএসপি-৩ এর অর্থায়নে শুভ উদ্ধোধন করা হয়। শুভ উদ্ধোধন করেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, প্রকল্প সভাপতি বিকাশ চন্দ্র সরকার, ইউপি সচিব একেএম রুহুল আমিন, মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।