সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : ধর্মপাশায় মালয়েশিয়ান মদসহ অমল তালুকদার ও রাজন সরকার নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। অমল তালুকদার উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ ও রাজন সরকার মধ্যনগর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।
আটক দুজনেই সদর বাজারের বাঁধন বস্ত্রালয়ের কর্মচারী। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর ও মেউহারীর মধ্যবর্তী স্থান থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ওই দিন সকালে অমল তালুকদার মালয়েশিয়ান মদসহ সুনামগঞ্জ থেকে আসা লঞ্চে করে মেউহারী নদীর ঘাটে এসে নামে। সেখান থেকে মোটরসাইকেলে ধর্মপাশা আসার পথে মেউহারী ও মহদীপুরের মধ্যবর্তী স্থানে পোঁছালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর তাকে আটক করে এবং তিন বোতল মালয়েশিয়ান মদ উদ্ধার করা করা হয় তার কাছ থেকে। এ সময় তার সাথে থাকা রাজন সরকারকেও আটক করে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, মাদকের সাথে অমল তালুকদারের সমপৃক্ততা পাওয়া গেছে। অমলের সাথে থাকা ব্যক্তির মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়নি। অমলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।