সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন আক্তার এর উদ্যোগে উপজেলার ১০ ইউনিয়নের ১০ জন মহিলা আওয়ামীলীগের নেত্রীদের মধ্যে শাড়ি বিতরন করা হয়েছে।
শাড়ি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন নূরী, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, আসমা আক্তার, রুবিনা আক্তার, শিল্পি আক্তার, পুস্প আক্তার, মরিয়ম সুলতানা, নমিতা হায়জন, হেলেনা জাহান পপি, সালমা, শেলিনা আক্তার, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ, সাদ্দাম হোসেন, মোবারক হোসাইন প্রমুখ।