সাইফ উল্লাহ, (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের বাসিন্দা ও পাশ্ববর্তী জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষ মোহাম্মদ আবু তৌহিদ জুয়েল এর হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকল আসামিদের ফাঁসির ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাদশাগঞ্জ পশ্চিমবাজার সড়কে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, স্কুল শিক্ষক আনোয়ার হোসেন, এমদাদুল হক বকুল, কামরুল হাসান লাটু, প্রভাষক সুয়েব আহমেদ প্রমুখ।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর ২০১৮ সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের নিজ বাড়িতে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনদের হামলায় প্রভাষক মোহাম্মদ আবু তৌাহিদ জুয়েল (৪০) নিহত হন।
এ ঘটনায় ওইদিনই ১১জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা হয়। এর পর ২৩ শে জানুয়ারী ২০১৯ সালে মামলাটি পি ভিআইকে তদন্তের দায়িত্ব দেয়। এ ব্যাপারে সিলেট বিভাগের পি ভিআই পুলিশ সুপার মো. হুমায়োন কবির জানান, মামলাটি তদন্ত চলছে।