সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতনিধি: ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় জয়শ্রী মধ্য বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাহুল রানাকে সভাপতি ও পারভেজ আহমেদ জয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল আলমের অনুমোদিত কমিটির ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাদাত তিতাস। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওই কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন।
কমিটি ঘোষণা পূর্ব আলোচনা সভায় জয়শ্রী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রাহুল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব আকাশ আহমেদ মোক্তারের পরিচালনায় বক্তব্য দেন, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহি উদ্দিন আহমেদ কনিক, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, ধর্মপাশা সরকারি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক পদে চার জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন।
Posted ২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad