সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্সপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বিএ (৮৩) আজ সকাল ৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন) ।
জানাযায়, ১৯৩৭ সালের ডিসেম্বর মাসে রাজেন্দ্র পুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।কর্ম জীবন শুরু করেন সুসং দুর্গাপুর পাইলট স্কুলে ইংরেজি বিভাগে শিক্ষকতার মাধ্যমে।
মুক্তিযুদ্ধ চলাকালীন ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম ধাপে সুশিক্ষিত হিসাবে এলাকার সর্ব সম্মতিতে দুই দফায় ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া মহিষখলা দাখিল মাদ্রাসা ও মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং গত ১৭ মার্চ ২০২০ শতবার্ষিকি উদযাপনে মধ্যনগর থানা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ছিলেন।বিভিন্ন উন্নয়ন মুলক, জনসেবামুলক, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহন করেন।
মরহুম আব্দুল খালেক বিএ মৃত্যু কালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ সোমবার আসর নাম বাদ অনুষ্টিত হয়েছে।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad