বুধবার ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দোয়ারায় স্কুলের জয়গা জোড় পুর্বক দখলের অভিযোগ

সোমবার, ২৩ নভেম্বর ২০২০     137 ভিউ
দোয়ারায় স্কুলের জয়গা জোড় পুর্বক দখলের অভিযোগ
আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে স্কুলের মাঠ জোড় পুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালীয়া ইউনিয়ন কান্দাগাঁও নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জোড় পুর্বক গাছের ছাড়া রোপন করে দখল করা হয়েছে। এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বরবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর, দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কান্দাগাঁও গ্রামের  মো.আব্দুল জব্বার।
অভিযোগ সুত্রে জানা যায়, কান্দাগাঁও নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭১ সালে এলাকাবাসীর উদ্যোগে এক একর জায়গায় স্তাপিত হয়। বর্তমানে দখলে আছে বিদ্যলয়ের ২৪ শতক জায়গা। স্কুল স্তাপনের প্রায় ৫০ বছর পর এখন স্কুলের মাঠের মধ্যখানে কান্দাগাঁও গ্রামের তৈমুছ আলী ও তার ভাইয়েরা মিলে সুপারি গাছের ছারা রোপন করে স্কুলের মাঠ দখল করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার বলেন, বর্তমানে করোনা ভাইরাস এর কারণে সারা দেশের ন্যায় স্কুল বন্ধ রয়েছে। এরই ফাঁকে গত ২ নভেম্বর তৈমুছ আলী ও তার ভাই বাতিজা সকল মিলে স্কুলের মাঠে গাছের ছাড়া রোপন করে। আমরা তাতে বাধা নিষেধ করলে তারা আমাদের কথা মানতে নারাজ। এর জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি।
এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা শিক্ষ অফিসার পঞ্চানন কুমার সানা বলেন, স্কুলের মাঠের মধ্যখানে গাছের ছাড়া রোপন করে জয়গা দখলের বিষয়টি আমরা দেখেছি। স্কুল স্তাপন করা হয়েছে প্রায় ৫০ বছর পুর্বে যদি কারো কোন অভিযোগ থাকত তাহলে এতদিন কেনো বলেনাই এখন গাছের ছাড়া রোপন করে দখলের চেষ্টা করছে। আমরা আমাদের উর্দতন কতৃপক্ষের নিকট বিষয়টি অবগত করেছি।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, স্কুলের মাঠ দখল করার একটি অভিযোগ পাইছি।বিষয়টি সরেজমিন তদন্তও করেছি। এখন স্থানীয় মুরব্বিগণ মীমাংশা করার জন্য কিছু সময় নিয়েছেন। আসামী পক্ষ গাছের ছাড়া তুলে নেয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল, যদি স্থানীয়ভাবে মীমাংশা না হয় তালে তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com