আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি অনুমোদন দেওয়ায় জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী সহ কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আয়োজনে আলোচনাসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সাবরেজিস্টার মাঠে উপজেলা সৈনিকলীগের সভাপতি হরিধন দাসের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুল হান্নান, মিলন খান, নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গুরুধন দাস, সাবেক ছাত্রলীগ নেতা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম আহমদ, শ্রমিকলীগের সাবেক সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল কালাম।
এছাড়াও বক্তব্য রাখেন সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া,মো.নুরুদ্দিন, ছাত্রলীগ নেতা একরামুল হোসেন সোহেল, বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মাসুম, অর্থ সম্পাদক সুজিত দাস, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সাগর দাস, ছাত্রলীগ নেতা মন্তুষ দাস, আশিকুর রহমান, আরিফুল ইসলাম ইমন, শামীম আহমদ, হাসান আহমদ, নাজিউর রহমান,রাসেল মিয়া প্রমুখ।