আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গিকার পরিচন্ন গ্রাম, পরিচন্ন শহর, আদর্শ গ্রাম, আদর্শ শহর, আমার গ্রাম আমার শহর এই শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচন্নতা অভিযানে টেকশই সমাজ উন্নয়ন ফাাউন্ডেশন ও শরীফপুর ইসলামী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামছেন সংস্থার নেতা কর্মীবৃন্দ।
সোমবার, মঙ্গবার ও বোধবার এই তিনদিন সন্ধার পর দোয়ারাবাজার থানা রোড আখড়া মার্কেটে থেকে বাজারের গলী ও ড্রেইনের ময়লা পরিষ্কার করেন সংস্থার নের্তৃবৃন্দ।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিষান পরিচালনা করেন মৌলানা এনাম উদ্দিন, মো.জয়নুল আমিন,মো.ফিরুজ আহমদ,সৈয়দ হুসেন, লাল মিয়া, আমিনুল হক, সাহিদ মিয়া,মো.সামছুদ্দিন,তানভির হুসেন,মহিবুল হক, পিএল,মোস্তাক আহমেদ, সজিব মিয়া, শাহিন মিয়া,বদরুল আলম, তামিম হুসেন,মোজাম্মেল আহমদ,আতিক মিয়া, মোসলিম রাজ,মনোয়ার হুসেন,জামাল মিয়া,হাসান, শিপুল,আক্তার, শাহিন আহমদ,জামিল হুসেন, এমরান হুসেন, আকমল হুসেন।