আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কানলার হাওরের ফসল রক্ষাবাঁধের কাজে অনিয়মের বিরোদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
কানলার হাওর পাড়ের গ্রাম নুরপুর থেকে আলীপুর পর্যন্ত এর মধ্যে ২৯ নং পিআইসির সভাপতি সুরমা ইউনিয়নের ইউপি সদস্য নুরপুর গ্রামের মো.আলীনুর ও ৩০ নং পিআইসির সভাপতি আলীপুর গ্রামের আব্দুর রহিমের বাঁধের কাজে অনিয়মের বিরোদ্ধে হাওর পারের শতশত জনগণ ও শিক্ষার্থীরা এইদুটি পিআইসির বিরোদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে।
রোববার সকাল ১১ ঘটিকায় ফসল রক্ষা বাঁধে দাড়িয়ে এলাকাবাসীও শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তারা বলেন, হাওর ফসল রক্ষা বাঁধে সরকারি নীতি মালা মানছে না পিআইসির সভাপতিগন। তারা সরকারি টাকা লোটপাট করার জন্য মনগড়া ভাবে ফসল রক্ষাবাঁধে মাটি ফেলছে। এক্সকাভেটর মেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে বাঁধে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে তারা। এতে বৃষ্টি হওয়ার সাথে সাথেই বাঁধের মাটি ধ্বসে পরবে।
আগাম বন্যায় বাাঁধ ভেঙে যাবার আশংষ্কা করেছে স্থানীয় লোকজন। শুধু তাই নয়, পুর্বের বাঁধ গুলোর উপর নাম মাত্র মাটি ফেলে দায়সারা কাজ করছে পিআইসিরা।বক্তারা আরো বলেেন, বরাদ্ধের সাথে ফসল রক্ষা বাধের কাজের কোন মিল নেই লোট পাটের হিড়িক হিসাবে ভাবছেন স্থানীয় জনগণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুন নুর (তুতি), আব্দুল হাশিম, মাওঃআনোয়ারুল হক, আব্দুর রউফ, রেহান উদ্দীন, মইনুল ইসলাম, মাইন উদ্দিন, হাসীম মিয়া, ছুরত আলী, জামাল, আব্দল কাদির, আঃমতিন, সফিক মিয়া,জোবায়ের, সাদ্ধাম হোসেন, আশ্রাফ উদ্দিন, নাসির উদ্দিন, জসিম,রফিক, মোশাহিদ, খলিল, লায়েক,জোসেফ, সয়ফুল আমিন, শবদিল, এমরাজ, তাহির, আব্দুল ছালাম, তোতা হাফেজ আবুবক্কর প্রমুখ।