আশিক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের, ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকা বাসী। ধর্ষণের অভিযোগে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নরসিংপুর ইউনিয়ন দিনেরটুক গ্রামে ঐ ধর্ষীতা তরুনী ভগ্নিপতি দিনেরটুক গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে গেলে বুধবার রাতে জোড় পুর্বক ধর্ষণ করে মানিক (প্রকাশ ছালিক) মিয়া (২৪)।
এঘটনায় ধর্ষিতা বাবা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন মামলা নং-৭।তারিখ ৮/১০/২০২০ইং। ধর্ষক মানিকের বাড়ি পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের আবুল কালামের পুত্র। এলাকায় বিষয়টি জানাজানি হয়েগেলে ধর্ষককে আটক করে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
দুপুরে দোয়ারাবাজার থানার এস আই নোবেল সরকার সঙ্গীয় পোর্সদের সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাটানো হয়েছে।