আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে ডাকাতি মামলার পলাতক আসামী আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা থানার এস আই আরিফ রব্বানী, এস আই রাকিবুল হাসান, ও এ এস আই বজলুল করিম তার বাড়ি থেকে আটক করেন।
আটককৃত ডাকাত বাংলাবাজার ইউনিয়নের বড়ইউরি গ্রামের হাসান আলীর পুত্র আবু বাক্কার (৩০)। দোয়ারাবাজার থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ৫ তারিখ ১৯/২/২০২০ ইং।
অভিযোগের ভিত্তিতে জানা যায় গত ১৪ ফেব্রুয়ারি রাতে বাংলাবাজারের বিকাশ ব্যাবসায়ী আমিরুল ইসলামের পুত্র আব্বাস উদ্দিন বাড়ি ফেরার পথে তাকে বেদরক মারপিট করে ব্যাবসায়ীর কাছ থেকে নগদ ৪ লক্ষ ২৫ হাজার টাকা ও ৭ টি মোবাইল সেট ছিনিয়ে নিয়েযায়।
এসময় স্থানীয়দের সহযোগীতায় একজন ডাকাত পালইছরা গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইউসুফ আলীকে আটক করা হয়। এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো, আবুল হাসেম বলেন, ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। বাকি পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।