আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় অবৈধ ভাবে পাথর উত্তলন করায় প্রায় ১ হাজার ফুট পাথর আটক করে নিলামে বিক্রি করা হয়েছে। উপজেলার সুরমা ও লক্ষিপুর ইউনিয়নের খাসীয়ামারা নদীতে নুড়িপাথর উত্তলন নিষিদ্ধ থাকার পরও এক শ্রেণীর অসাধু পাথর ব্যাবসায়ী শ্রমিক দিয়ে পাথর উত্তলন করছে। খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার নির্দেশনায় গতকাল শুক্রবার উত্তোলন কৃত পাথর সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের পাশে রাবাডাম্প এড়িয়ায় জব্দ করান তিনি।
পরে জব্দ করা পাথর সাথে সাথে নিলামের আহবান করা হয়। শুক্রবার বিকেলে নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় খাসীয়ামারা নদীর পাড়ে টিলাগাঁও গ্রামের পাশে জব্ধকরা পাথর নিলামে অংশগ্রহণ কারীগণের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে অংশগ্রহণ করেন ৬ জন পাথর ব্যাবসায়ী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির পিয়ার আহমদ , সার্ভেয়ার রিপন চাকমা, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী সফিকুর রহমান, ইউপি সদস্য মো.নুরুল ইসলাম, রতন মিয়া, সফিক মিয়া, জুয়েল মিয়া পরিতুষ দাস প্রমুখ।