আশিক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নে কাউয়ারগড় (কোনাবাড়ি) গ্রামে।
জানা যায়, সোমবার সকাল ৮ ঘটিকার সময় ইউনিয়নের কাউয়ারগড় গ্রামের মৃত রইস আলীর পুত্র মিছির আলী (৬০) একই ইউনিয়নের গিরিশ নগর কোণাবাড়ি গ্রামের অসহায় এক রিক্সা চালকের শিশু মেয়েকে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টাকালে শিশুটি জোরাজুরি করে চিৎকার করে তার কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত মিছির আলী পলাতক রয়েছে।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। শিশুটিকে প্রাথকিক চিকিৎসা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে মিসির আলীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।